কবিতাকে বিদায় দিতে চাই
আমার কথা শুনবে কবিতা?
তবু বিদায় নিতে তো হবেই-
সময়ের বিড়ম্বনা বড়ই কষ্ট
বুঝতে চায় না কবিতার ক্রোধ;
নিরবতার বর্ণমালাগুলো নির্দয়
কি করে কবিতা হেঁটে যাবে-
মলয় সাগর কিংবা বৃন্দবন;
অভিমান নয় বাস্তবতার ঘাত
কবিতা বিদায় এখানেই বরপাত।
২৭-১১-২৪