এই বন্যার কি বাবা মা নেই
যাহার শোকে আকাশ কাঁদে
মাটির বুকে জল থৈ- থৈ
এই বন্যার কি বাবা মা নেই;
সর্বশান্ত করলো দেশ মৃত্তিকা
ভাসালো কত পশু পাখির কায়া
জল রাক্ষসী কোথায় তোর ছায়া
এই বন্যার কি বাবা মা নেই;
নববধুর রূপ তোর সাদা সাদা
আমার গাও মাটি কাদা কাদা- তবু বলি
এই বন্যার কি বাবা মা নেই?
১০ ভাদ্র ১৪৩১, ২৫ আগস্ট’২৪