একদিন চাঁদের কাছে গিয়েছিলাম
নির্ভয়ে অথচ চাঁদ আমাকে বলে বামন!
তবুও একমুঠো আলো চেয়েছিলাম
কিন্তু নির্দয় চাঁদ পূর্ণিমা দেয়নি;
ভুলেই গেয়েছিলাম চাঁদ যে কলঙ্ক,
নিস্পাপ বামন- এক হাত গাঢ় নীল
কিংবা কালো মেঘের আকাশ রইল;
প্রণয়ের নিকুঞ্জ চাঁদের কলঙ্কই থাকল
সামুক কাটা পথ কিংবা অথৈ চোখ
কয়েরবিলটা আজ শ্মশান অপরিচিত
চাঁদ অথবা বামনের মলিন হাসির মুখ।
১৫ আশ্বিন ১৪৩১, ৩০ সেপ্টেম্বর’২৪