ঐ মিরেল চাঁদ থাকে কোথায়
আমি যে মাটির বিছানায়!
ঘাস ছুঁয়ে জোনাকির আলো
এই দিয়ে গেলো যে সায়;
ধরা ছোঁয়ার বাহিরে দুই হাত-
ঘুমিয়ে দেয় বিভোর স্বপ্ন রাত
তবু চাঁদ একাকী পূর্ণিমায়
বামনের কষ্ট কেঁটে যায়
তবু দুখে খায় না মানচিত্র
ধৈর্যের ওপারে হাটু জল
ঢেউয়ে তালে শুধু ক্ষুর্ধাত-
নদীর ঐখানে বালুচর সুপ্ত;
০৭-০৪-২৫