বালুচরের দুঃখগাঁথা চিকমিক
কেউ বুঝতে পারে না;
জলস্রোত সাঁতার কাটতে চায়
আপনা সুখের অহমিকায়!
চর হওয়ার কাজটা করেই গেলো
এ পর্যন্ত এক বারও ভাবল না;
সংসার তো মরা গঙ্গার জল-
তাই না অথচ সোনা মাঠ ঘাট
বিস্মৃতি ঠোঁটের জোছনা মেঘ
ফিরেও তাকায় না, নাড়ী পুঁতা
বালুচরের অবেলাহাসির চিকমিক।

১৪ ভাদ্র ১৪৩১, ২৯ আগস্ট’২৪