এতিম খেতো নাকি ভাই বালু
সাধু খেতো যে জলপায় মালু-
রাস্ট্রদ্রোহিতা তাজা রক্তে খুনি
অন্তরে এখন কাকে বলে খালু;
চোরচাপ্টা রাস্তার মোড়ে ঘোর
মুখমণ্ডল ছালা-হাতে নিয়ে কড়া
পালায় দেখো তুলসীপাতার দৌড়!
ও দাদা, দেখার পালা এতিম কারা-
একটু খাড়া- বিষ জ্বালার পোকা, ওরে
বোকা আলোতে সাধু আর কি পাবা?

০৪ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর’২৪