তুই বাপ ভাল সিন্ধান্ত নিয়েছিস
বিয়ে করে মানুষ পয়দা করে কি লাভ-
দুই দিন পরে মরেই যাওয়া লাবি
মানুষ পয়দা করে কি লাভ?
ভাবতেই বড় কষ্ট হয়-
ও বাপ ভাত রান্না করে খায়বি কারা?
ক্ষুর্ধায় করবি কি- পাককরাও তো জানিস না
এই বার বলো সিন্ধান্তটা কি ঠিক হলো
ভেবো না সবকিছু সহজেই মেনেনিতে হয়;
অহমিকা মানসম্মান কিছু না!
দুই দিন পর মরে যাওয়ালাবি
শুধু শুধু এটাই বুঝি না।
১৬-০৩-২৫