বাবার গোয়াল ঘর আর নেই
গরুগুলো আইল পাথারে দৌড়াছে-
সন্ধ্যা নেমে আসলেই স্মৃতিরা
যেনো ফাঁশির দড়ি হয়ে যায়;
মৃত্যুর কি ভয়, সবাই কে তারায়
মা গেলো, বাবা গেলো কত আত্ম স্বজন
তবু একমুঠো সাদা দড়িটা চিনা হলো না-
এক বার, চিকন কি মোটা- আহ কি মৃত্যুর ভয়?
বুঝো মাটির মানুষ- বুঝো, সামনে শুধু
জীবন্ত লাশ কিংবা অপেক্ষা মান মরা দড়ি;
এমন খেলায় খেলো না আর কেউ
ভেঙ্গে গেছে আপন ঘরের জল ঢেউ।
৮-৮-২৪