শস্য শ্যামল খাল বিল
প্রতিনিয়ত যাকে ডাকে
সে এক অমর কবিতা;
গ্রাম বাংলার জল কাঁদা
কুঁদাল পাচুনে যার ছবি!
চিক চিক করে- সে এক
অমর কবিতার কোটি বছরের
প্রতিধ্বনি- ধানের শীষে
স্বপ্ন লালিত প্রাণের ছবি!
ভুল করো না, নির্দ্বিধায় বল-
আত্মবিশ্বাসে গর্জে তুলো,
বীর শহীদের অমর কবিতা
গণতন্ত্র আর স্বাধীনতা-রেখো
মনে রৌদ্রোজ্জ্বল ইটপাথরের শহর
কিংবা আইল পাথারের মাঠ!
০২-০৯-২৪