ওরা কেনো বুঝার চেষ্টা করে না
অবোঝ হলে তো হবে না-
মা বাবার মতো করে চলে যাবো
চাঁদ তারার কাছে, এ আবেগ নয়
চিরসত্য এক বার বুঝার চেষ্টা করো;
এখন হয় তো বুঝতেছো না
বুঝবে একদিন, যখন আমার মতো
বয়স হবে- ঠিক আমার মতো হবে;
কিছু করার থাকবে না আর
মেনে নিয় এটাই নিয়তির খেলা ঘর
মিছে মিছে অহমিকা বিদ্বেষ হয়ে
কি লাভ? ভাল কাজে গড়ে নাও লাভ;
মুছে যাবে অন্যায় যত পাপ।
০৮-০৯-২৪