কবিতা আমার ছিঁড়াবিছানার স্পর্শ ভোর
সোনালি সূর্যের আদরে আদরে চাঁদ;
দীর্ঘল যুগের ছোঁয়া ছোঁয়া রোদেলা হাত
খানিটা বৈকালিন ঘুমানো আধার!
আমার কবিতা নীরব কান্নার জল-
খই ফুটা সাঁতারে ডুবে ডুবে যাওয়া
তবু পাই না শীতল উষ্ণ পাওয়া;
আমার কবিতা মধুময় হাসিমাখা মুখ
স্বৈরাচারিনীর নয় তো বজ্জাত অসুখ
যেটুকু শান্তি পাই আমার কবিতায়।
২৯-১০-২৪