ঢেউ উঠে আবার থেমেও যায়
এটাই সাগরের লীলাখেলা
কেউ বলে সুখের সাগর
কেউ বলে নীরবতা শুধু কষ্ট মেলা
একলা- একলা- একলা -
প্রশ্ন গভীর- উত্তর কঠিন;
কয়েক মিনিটের চলা ফেরা-
হায় সাগর কোথায় যাও
একলা- একলা- একলা!
কি নিঠুর বলে গেলে না ঠিকানা।
০২-০২-২৫