পরামর্শ, এখন বৃষ্টি বাদল নেয় না;
সবার মনে এখন চৈত্র পুড়া খরা-
প্রশান্তি সহ্য হয় না- কারণ ছোট
হবো বলে পরামর্শ এখন সমুদ্র!
জল খেলার বায়না,কোথায় খুঁজি
মুখ দেখার আয়না,সেও বলে পচা
বাতাসের গায়ে- এসি কি যে বেদনা
একটু বুঝতে সময় বাজায় সজনা-
তবু গলা ভরে থাক এক ঝাঁক পরামর্শ
অথবা তীক্ষ্ণ মরিচের ঝাল বসনা।
১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই’২৪