এই বৃক্ষ কখন ছায়া দিবে-
পিপাসা মিঠাবে- কখনো জ্বালানি;
খাট পালঙ্ক- এমন কি ছোট ঘরের ছাউনি!
কি করেছি এই বৃক্ষের জন্য?
তবু মানুষ ভাবি অনেক কিছু-
মূল বান দেখি দু'চোখ ভরে
বাস্তবতা কোথায়- মাটির বিছানায়
অম্লান হয়ে ঝরে বুঝি বৃষ্টির পাতায়
আর খুব প্রয়োজনে আনন্দে আলাপনে
সাজাই বন্ধু নামের এই বৃক্ষ মায়ায়।
৩০ আষাঢ় ১৪৩১, ১৪ জুলাই’২৪