সর্বকালের শ্রেষ্ঠ বর্বরতার ইতিহাস দেখো
আমার রক্তের গায়ে- আমার মনুষত্বে;
প্রসৃতির বেদনায় জন্ম হলো, সবকিছুর উর্ধ্বে!
ধিক্কার দেওয়ার ভাষা নেই,সমস্ত বর্ণমালা রক্তাক্ত
কোথায় লিপিবন্ধ হয়ে থাকবে ইতিহাস!
কলঙ্ক শুধু আকাশে বাতাসে- জলে স্থলে
সেখানেও নিলজ্জা লেগে থাকবে,হাসির নাট্যমঞ্চে
ইতিহাস তুমি অমরত্বের ফুলছুরি অগ্নিশিখা-
যা দেখালে, প্রজন্ম থেকে প্রজন্ম ঘৃণায় অশ্রু ধারা
এই শস্য শ্যামল, বল কি করে ভুলবে- এই বর্বরতা।

১৫ শ্রাবণ ১৪৩১, ৩০ জুলাই’২৪