তোরা আয়- দেখে যা
দেখ এক মহতের গন্ধ !
আকাশ বাতাস কোন
দিকে বয় তার ছন্দ;
সবাই নিচ্ছে গর্ববোধ
তবু মাটি শ্বাস নিঃস্তত্ব
ভাগ্যের গতি কোথায়
দাঁড়ায় শুধু বর্ণনীল শব্দ;
তোর মহত্বের ধ্বনি-কানে
বেজে উঠুক নিত্য ভোর
তোর দেহের অঙ্গ দান!
সুখেই হাসুক বড় বোন।
১২-৮-২৪