কি বাতাস, বাতাসের গায়ে গন্ধ মাখা
এখন নাকি ধর্ষণ স্বাদ- ওদের পশুত্ব
বিবেকে ভয় নেই, নেই মৃত্যুর রাত;
লালসার রক্ত গুলো আত্মসংযমে
পবিত্র হলো না বিবেক; দাঁড়াতে পারলো না
ইস্পাতের মতো কোন আইনের শাসন,
ধর্ষণ তো গাংচিল হবেই, সাদা মেঘে কিংবা
কালবৈশাখি ঝড়; এসো ভাই রুখে দাঁড়ায়,
এ মাটির আর্তনাদে, আর নয় ধর্ষণে অসহায়
এসো মৃত্যুর ভয়ে আবেগটাকে থামাই।
১০-০৩-২৫