আমাদের কবরগুলো একদিন
এরকম হবে পদ্ম জবা গন্ধ ছড়াবে না
কে বা একটা গোলাপ নিয়ে
অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে?
গাও গ্রামের ধুলিবালির পথ জুড়ে
তারপর হয় তো জানবে না
আমার পরিচয়, পেয়ারা গাছের
কাঠবিড়ালির মতো; এই তো কবরের চিহ্ন
মৃত্তিকার ছবি আমার চোখে ভাসছে জলজল করে;
কোথায় ৫০ বছর পূর্বের আত্মীয় স্বজনের পরিচয়-
আমি আমার বুঝি ৫০ পূর্বের আত্মীয়।

১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর’২৪