এইতো কদিন আগে
           শৈশব আমায় ডাকে,
ছুটির ঘণ্টা বাজলে দৌড়
           যেতাম খেলার মাঠে।

ছিল ঘুড়ি নাটাই সুতো
           শখের লাটিম জোড়া,
জলদি খেলার মাঠে আয়
           কোথায় গেলি তোরা।

আকাশটা আজ মেঘ করেছে
           বৃষ্টি বৃষ্টি ভাব,
শিমুল কাকু গাছের ঢগায়
           পারতে যেতো ডাব।

তাল গাছের পাতার গাড়ি
           আজও মনে ধরে,
বশী হাতে করিম মিয়া
           আছাড় খেয়ে পড়ে।

সন্ধ্যাবেলা কুপির আলো
           বই পড়ায় ধুম,
সারাদিনের ক্লান্তি শেষে
           খেয়ে দিতাম ঘুম।

শৈশব আমায় ভেলকি দিয়ে
           গোল্লা ছুট খেলে,
স্মৃতি আঁকড়ে ধরে আমায়
           দাদুর বাড়ি গেলে।