ওরে বান্দা,
কিসের এতো অহংকার তোমার
কি দেখিয়ে বড়াই,
তুমিও তো সেই মাটির তৈরি
কেন করছো লড়াই?

সাদা চামড়া, কাগজের জ্ঞান
লোক দেখানো ক্ষমতা,
গোলক ধাঁধায় অমরত্ব চায়
কাপড়ে মোড়ানো দেহটা।

ঠোঁটের আগায় তিতো কথা
রুচির দুর্ভিক্ষ জবাবে,
করে নিন্দা উড়ছ আকাশে
দ্বিনি শিক্ষার অভাবে?

ধ্বংস হোক ওই মানুষগুলো
প্রাচুর্য যাক ধসে,
দাঁড়িপাল্লায় হিসাবে হবে তোর
ফেরেশতারা দিবে কষে।