দেশ তো স্বাধীন হইল, এবার তোরা সভ্য হ,
শিক্ষার আলোয় জ্বালিয়ে তুলি, জ্ঞানের মশাল বহ।
লড়াই করেছিস, পেয়েছিস মুক্তি,
এবার জ্ঞানে-বুদ্ধিতে গড় সঠিক দৃষ্টি।
অশিক্ষার আঁধার তুই করবি দূর,
প্রগতির পথে হাঁটবি তুই, গড়বি সোনার পুর।
সভ্যতার সাম্পান বাইতে হবে তোর,
ন্যায় সত্যে থাকবি অটুট, আসুক নতুন ভোর।
সাংস্কৃতির ধারায় বয়ে আনবি শান্তি,
দেশ গড়তে হবে তোদের, ভুলে পরিশ্রম ক্লান্তি।
বিজ্ঞান, প্রযুক্তি আর শিল্পের সাথে,
তুই হবি বিশ্বে অগ্রগণ্য সবার মাঝে।
অন্যায়-অবিচারকে করবি পরাজিত,
ন্যায়ের মুক্তিতে দেশ হবে আলোকিত।
শিক্ষা, শৃঙ্খলা, আর মানবতার পথে,
তুই হবি দৃষ্টান্ত, গড়বি নতুন জাতি।
দেশ তো স্বাধীন হইল, এবার তোরা সভ্য হ,
গড়বি বাংলাদেশ নতুন, স্বপ্ন প্রাচুর্যের বাতি।