ঝড় উঠেছিল সেদিন রাতে,
আকাশ কেঁদেছিল তার সাথে।
চাঁদ লুকিয়েছিল কালো মেঘে,
সেই রাতে সে ফিরছিল একা পথে।
পায়ের শব্দ, ছায়া ঘনায়,
আতঙ্ক জমে হৃদয়ের গভীরে,
বুকের ভেতর শিহরণ তোলে,
অজানা শঙ্কা গাঢ় অন্ধকারে।
চিৎকার ভেসে গিয়েছিল বাতাসে,
শহর ছিলো নির্বাক,
কেউ আসেনি, কেউ শুনেনি,
অমানুষেরা করল আঘাত!
ছেঁড়া আঁচল, রক্তের দাগ,
অবশ দেহটা পড়ে রইলো।
বিবেকহীন এ সমাজ তখন
নিঃশব্দে চোখ ফিরিয়ে নিলো।
কালো খবরের পাতায় ছোট্ট লেখা,
আরেকটি মেয়ে নিভে গেল!
তবুও বদলালো না কিছুই,
সমাজটা রয়ে গেলো যেমন ছিল।
অপেক্ষা শেষে আসবে ভোর,
ভাঙবে অন্যায়ের কালো ঘোর।
ন্যায়ের শিখা জ্বলবে জলে,
আলো ছড়াবে নতুন বলে।