আমার প্রতিবাদের অস্ত্র কলম
লিখে যাব এই বাংলায়,
আমলা কামলা ভয় পাই না
যাক না সব গোল্লায়।

শিক্ষা আর ন্যায়ের পক্ষে,
লিখে যাব অনন্তকাল,
আমার কলমেই ফুটে উঠুক,
বাংলার বিজয় দামাল।

আমি ছাএ, ছাএের পক্ষে
গাইব এবার বিজয় গান,
প্রশাসন আর বন্দুক গোলায়
যতই আমায় ভয় দেখান।

ন্যায়ের পক্ষে জ্বলবে মশাল
রাতের আঁধারে সূর্য,
শেষ বিচারে ন্যায় ই হবে
একটু ধরেন ধৈর্য।