পাপড় ইকবাল ফাপর দিছে
সব তোরা রাজাকার,
লেংটা হয়ে লজ্জা পাইছি
কাপড় পরার কি দরকার।

সব পাগল কি এই দেশে তে
জন্ম থেকে কিল খায়,
আবোল তাবোল গিট্টু দিয়ে
আনন্দের ফিল পায়।

কাগজে কলমে শিক্ষিত সে
সুশিক্ষিত হইল কই,
কলা গাছ বাইতে গেছে
তেল মাখা বাঁশ লই।

কোঠা লইয়া মাতা মাতি
দরবেশ দেখে তামাশা,
দেশ সংস্কার করবো এবার
তোদের হবে আমাশা।

অনেক পা চাটচ্ছোস তোরা
এইবার একটু ক্ষ্যামা দে,
গিরাই গিরায় কঞ্চির বাড়ি
ছাত্র খেপছে বাবা রে।