আমার বিছানা কে সাজাবে?
কাটবে কে বাস,
খুঁড়বে কে মাটির কবর ?
কে সরাবে লাশ!
আমার দেহ কে মোড়াবে
সাদা কাপড় দিয়ে,
আতর দেহে কে মাখাবে
হাতে তুলা নিয়ে?
আমার লাশটা কে তুলবে?
চার পা ওয়ালা খাটে,
কে চারটি হাতল ধরে
নিয়ে যাবে মাঠে।
আসবে কারা জানাজায়
মোয়াজ্জিনের ডাকে,
আমার সাফাই করবে কে
শেষ নামাজের আগে।
আমায় রেখে ফিরবে সবাই
মাটি বন্দী করে,
চাটাই দিয়ে সাজিয়ে দিবে
আমার নতুন ঘরে।
কেউ জানে না হবে টা কি
দমটা চলে গেলে,
পোকামাকড় খাবে খুঁড়ে
সবাই যাবে ভুলে।