গাজা—এ আর শুধু মানচিত্রে আঁকা এক অঞ্চল নয়,
এ আজ প্রতিটি হৃদয়ের রক্তাক্ত ক্ষয়।
প্রতিটি শিশুর কান্না, প্রতিটি মায়ের চিৎকার,
জেগে তোলে প্রশ্ন—আমরা কি মানুষ, না শুধুই নীরব চর?

আকাশে বাজে বোমার শব্দ,
পৃথিবী বসে দেখে, নড়েও না মৃদু কদম।
আর আমরা? স্ক্রলে ডুবে থাকা আত্মারা,
লাইক-কমেন্টে খুঁজি যেন মুক্তির সাড়া।

“আর মাত্র কিছুক্ষণ”—শুনে বুক থমকে যায়,
গাজা মুছে যাবে—এই ভবিষ্যদ্বাণী গলায় ফাঁসা হয়।
আর আমি? কেবল বসে ভাবি,
রাসুলুল্লাহ (সা.)-এর সামনে দাঁড়িয়ে কী বলবো আমি?

মন বলে, “যদি ডাক আসতো—যেতে কি দ্বিধা করতাম?”
তবু বাস্তব বলে, আমি বন্দী এক ইলেকট্রনিক আস্তানায়।
এই অপরাধবোধ, এই অসহায় কষ্ট,
আমার হৃদয়কে পোড়ায় নীরব এক শাস্তি।

ইয়া আল্লাহ, তুমিই তো সব জানো, সব দেখো—
এই জালিমদের রক্তচক্ষু তুমি নিশ্চয়ই ভেঙে দেবে একদিন।
আমাদের নয় যেন কেবল পোস্ট আর প্রতীক,
আমাদের দাও সেই ইমান—যা রুখে দাঁড়ায় বাস্তবের ঠিক।

মুনাফিকের খাতায় না থাকুক আমাদের নাম,
উপায় দাও হে রব, এই ঘুমন্ত উম্মাহর করো ঘুম ভাঙাম।
আমরা নিরূপায়, কিন্তু তুমিই শেষ আশ্রয়,
তোমার সাহায্যেই জ্বলে উঠুক সত্যিকারের আলো, মহাকালজয়।