ছাত্ররা আজ জেগেছে,দেশ সংস্কারের কাজে,
নতুন দিনের সূর্য উঠুক,অন্ধকারের মাঝে।
জ্ঞান আর প্রজ্ঞার আলোয়,ভরবে নতুন ভুবন,
ছাত্ররা মিলে গড়বে এক,সোনালি নতুন জীবন।
ক্লান্তি ভুলে সাহসী বুকে,পথে নামছে তারা,
আশার দীপ উদয় হয়ে,দেশ জাগাবে যারা।
দুর্নীতি আর অবিচার,সকল অন্যায় মুছে,
ছাত্ররা গড়বে স্বপ্নের দেশ,আলোর পথ খুঁজে।
কলমের শাণিত শিরে,জ্ঞানের তীব্র আলোয়,
ছাত্ররা লড়ছে সারা দেশে,মুক্তির কোঠা জ্বালো।
ছাত্রদের হাতে লেখা হবে,দেশ সংস্কারের কথা,
খুব শীঘ্রই আসবে বিজয়,ইতিহাস হবে গাথা।
সংস্কারের পথে চলুক,ছাত্রের সাহসী দল,
দেশের মাটিতে ছড়িয়ে পড়ুক,শান্তির শুদ্ধ কল।
নতুন দিনের সূচনা করে,গড়বে নতুন ইতিহাস,
ছাত্ররা আজ সংস্কার করে,আনবে সোনালি বিশ্বাস।