লোহার দেহে বিশাল দানব
চলছে সাগর বুকে,
ভ্রমণ প্রিয় মানুষ গুলো
ঘুরছে মনের সুখে।
এদিক ওদিক হেলছে শুধু
ঢেউয়ের তালে তালে,
থেমে থেমে করছে আওয়াজ
সামনে কিছু এলে।
চলছে দানব নাবিক জোরে
কয়লা পুরে ছাই,
দিচ্ছে সে সাগর পারি,আহা
ভিন দেশে যাই।
দানব পিঠে হাজার মানুষ
ঘর বানিয়ে চড়ে,
ঝড়ের কবল পরলে সবাই
সে, একাই লড়াই করে।