জীবনের মার প্যাঁচ, বুঝা বড় দায়
দল বেধে ঢুকছে সব, বন্দী খাঁচায়
তালা বদ্ধ আমি, করেছি কি পাপ?
চাকরিটা হয়ে গেছে এক অভিশাপ।
দালালের পিছু ঘুরে, খেয়েছি ঠোকর
শত টাকা ঘুষ দিয়ে, হয়েছি চাকর
হায়না গুলো আজ, কোর্ট পরা সাপ!
চাকরিটা হয়ে গেছে এক অভিশাপ।
শ্রমিকের মজুরি দিন শেষে দেয় না
নিজের পকেট ভরে, করে সে বায়না
সোনার হরিণ ভেবে, দিয়েছি ঝাঁপ!
চাকরিটা হয়ে গেছে এক অভিশাপ।
জ্ঞানের দরজা গুলো, আজ সব বন্ধ
একজন লুটে খায়, বাকি সব অন্ধ
গরীবের টাকা কেড়ে, হয়েছে বড়লোক!
চাকরিটা হারিয়ে করছি অভিযোগ।