আশেপাশে মেলা বসছে, বিষধর সাপ,
দেশ জুড়ে আতংক, ওরে বাপরে বাপ।
বর্ষার পানিতে সাপ দিচ্ছে নাড়া চাড়া,
ফেসবুকে তোলপাড় পোস্ট চলে উরা-ধুড়া।

ওপার থেকে আসছে নাকি এই রাসেল ভাইপার,
বিষ নিয়ে টইটম্বুর করছে সব তোলপাড়।
ঘরে বাইরে গাছের তলে আনাগোনা সাপের ছাও,
এক ছোবলে বাত্তি ফিউজ, সময় থাকতে বিষ নামাও।

কবে কমবে সাপের ভয়, বিন বাজাতে কষ্ট হয়,
নতুন নতুন ওঝা আসছে, সাপ সাপুড়ে কথা কয়।
লাঠিসোঁটা যন্ত্র-মন্ত্রে সবাই আজব ভেলকিতে,
সহজ সরল মানুষ গুলো আতঙ্কের পালকিতে।

আসেপাশে কত মানুষ চরিত্রে সাপ পালে,
এগুলো পরেনা ধরা ফাঁদের কারেন্ট জালে।
দেখতে মানুষ মনে হলেও ভিতর ভরা বিষ,
সুযোগ বুঝে ফনা তুলে ছোবল মারে ফিস।

মানুষ সাপে কামড়াকামড়ি, ভাইরাল হলো রেললাইন,
ভাইপার তো চলে যাবে, চুক্তি বাতিল বেলনাই।
লাভ লস জনগণ বুঝবো কেমন করে,
কোন সাপে যে কামড় দিবে ট্রেনের পিঠে চড়ে।