লাল-সবুজের পতাকা আজ,
বাংলার বুকে উড়ে।
শহীদের রক্তে রাঙা মাটি,
স্বাধীনতার সুরে।
১৬ ডিসেম্বর বিজয়ের গান,
বাঙালির গৌরবময় প্রাণ।
যুদ্ধে লেখা ত্যাগের ইতিহাস,
আজও দেয় আশা আর বিশ্বাস।
জ্বলেছিল যে মুক্তির শিখা,
শত্রুর বাঁধন ছিন্ন করেছে।
শহীদের ত্যাগে গড়া স্বাধীনতা,
বাংলার হৃদয় চিরদিন বেঁচেছে।
মাটির ঘ্রাণে, আকাশের গানে,
বিজয়ের ধ্বনি বাজে প্রাণে।
শহীদদের স্মৃতি অমর হোক,
বাংলার জয়ধ্বনি বিশ্বে লোক।
বিজয় দিবস, আমাদের শপথ,
বাংলা থাকবে অটুট পথ।
মুক্তির পতাকা উড়ুক চিরকাল,
বাংলার জয়গান হোক বিশ্বজুড়ে মহান।