* হজ্জ*
যাদের বেশি পাপ,
সমাজ প্রথার কলঙ্ক নিয়ে
হজ্জ করিবার চাপ।

প্রান্তিক গরীব অসহায়দের
করিবার পরে শোষণ,
সেই টাকাতে সৌদি গিয়ে
করে আসে পাপমোচন।


ইন্ডিয়াতে হজ্জ খরচ কম
আমাদের কেন বেশি?
পাপের ওজনে খরচ বাড়াই
আমরা বাংলাদেশী।

     *যাকাত*
মাইকিং সহ প্রচার করে
দিচ্ছে যারা যাকাত,
এদের মধ্যে অনেকে চোর
অনেকে আবার ডাকাত।

একশো টাকা একখান শাড়ী
নিতে আসছে যারা,
পায়ের নিচে পিষ্ট হয়ে
অনেকে যায় মারা।

     *ধর্ম*
ধর্ম নিয়ে দ্বন্দ্ব করে
জীবন দিয়েছে যত,
ধর্ম পালন করতে গিয়েও
শহীদ হয়নি তত।

সাম্প্রদায়িক দ্বন্দ্ব তথা
দলাদলি করা,
আসলেই তারা ধার্মিক?
নাকি, স্বার্থের পায়তারা?


খারাপ কাজে জর্জরিত
হিসেব নাই যার পাপের,
সেই আবার অন্যজনকে
উপাধি দেয় কাফের।

ধর্ম হচ্ছে ব্যক্তির বিষয়
ব্যক্তির মানবতা,
আইন করে দেওয়া উচিৎ
ধর্মের স্বাধীনতা।