সমালোচনা তারাই করে
যাদের কিছু করার ক্ষমতা নাই,
হিরো আলম রিয়েল হিরো
তাকে স্যালুট জানাই।
শিক্ষিত সে-তো অভিশপ্ত, বেকারত্ব
অন্যের গোলামীর নাম,
প্রতিষ্ঠিত হও, স্বশিক্ষিত, স্বনির্ভরশীল
অর্জিত হোক আত্মকর্মের দাম।
##              ##              ##
                
                 যদি ধৈর্য ধারণ করতে চাও
                 হিরো আলমের কাছে যাও।
                 সমালোচনা আর্তনাদ,
                 করে না তার প্রতিবাদ।
                 এমন ধৈর্য্য বাংলাদেশে
                 কয়জনের ভাই আছে?
                 অনেক কিছুই শেখার আছে
                  হিরো আলমের কাছে।
                  **          **          **

রাস্তা থেকে উঠে এসে
বিশ্বের বুকে নাম,
যার দেওয়ার সে ঠিকই দেয়
হিরো আলমকে দাম।

বাঙালি মোরা নিমকহারাম জাত
সমালোচনাই শুধু পারি,
উপরে উঠলে পা টেনে ধরে
নিচে নামিয়েই ছাড়ি।

শিক্ষা নামের হিংসুক বেড়ি
পড়েছি যখন পা'য়,
সমালোচনা করলেই হিরো আলমের
কি-বা আসে যায়?

হিরো আলম ভাই এগিয়ে চলো
চালাও জীবন তরি,
পর্বতকেও তুমি হার মানাবে
এমন দোয়াই করি।