আজব শহর ঢাকা
ঘুরছে গাড়ির চাকা,
উড়ছে ধুলো, কুকুর গুলো
লেজগুলো ক্যান বাঁকা?

                ঢাকার মানুষ কেমন?
                হাতির পেট-টা যেমন,
                কাজেই জামাই, করলে কামাই
                সমাদর তার তেমন।

ঢাকায় আরেক জ্বালা
বাপকে কয় হালা,
বলছে পানি, শুনছি হানি
কেমন শব্দমালা?

                  যখন ঘুমাই খাটে
                  ছারপোকা সব হাঁটে,
                  চুলকায় গায়ে, মাথা পায়ে
                  ঘুম চলে যায় লাটে।

বড় বড় বাড়ি
রাস্তা ভরা গাড়ি,
ধপাস করে বিল্ডিং পড়ে
ব্যাপক মহামারী।

                   ঘন দোকানঘর
                   রাস্তা বরাবর,
                   আগুন ধরছে, মানুষ মরছে
                   এক দু'মাস পর।

চা বাগান নাই ঢাকায়
আবাদ হচ্ছে ফাঁকায়,
চা-বোর্ড যেন, ঢাকায় কেন?
সিলেট জেলা থাকায়?

                    কোন বেআক্কেলের কাজ?
                    চাঁদপুরেতে মাছ,
                    মৎস্য ভবন, জ্যাম সারাক্ষণ
                     ঢাকায় কেন আজ?

ঢাকায় কেন এতো?
কলকারখানা যতো,
সবাই যেন, আসছে কেন
পঙ্গপালের মতো?

                       বয়কট করো ঢাকা
                       শহর করো ফাঁকা,
                      প্রতি জেলায় প্রতি বেলায়
                      বিনিময় হোক টাকা।