যদি থাকে টাকা
তবে, কথায় মধুমাখা।

খালি হাতে তালি
সে-তো, বউয়ের কাছেও গালি।

শূন্য হাতে বিয়ে
দেখো, বউ যাবে পালিয়ে।

যার পকেট থাকে গরম
তার, বউয়ের মেজাজ নরম।

যখন ব্যাংকে থেকে আসি
তখন, বউয়ের মুখে হাসি।

দিলে কেনাকাটায় বাধা
বলবে, তুমি হারামজাদা।

যদি কামাও টাকার বোঝা
তবে, বউ চালানো সোজা।

টাকা থাকলে স্বামী
সে-তো, সোনার চেয়েও দামী।

টাকার অভাব বটে
শেষে পরকীয়া ঘটে।