আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সময় ব্যস্ততার কারণে চেনা মুখ গুলোও দিন দিন ঝাপসা ছবির রূপ ধারণ করছে। তারপরও ভুলি নাই কাউকে। কবিতা, ছড়া, ছন্দের মিলনের মাঝে ওতোপ্রোতো ভাবে জড়িয়ে আছে আমাদের সম্পর্ক। দিনশেষে আমরা সবাই একই প্লাটফর্মের যাত্রী এবং একটি পরিবার। আমি গত দুমাস হলো "বাংলা কবিতা"য় যুক্ত হয়েছি। অফুরন্ত এই জ্ঞানের সাগরে এসে মান্যবর কবি সাহিত্যিকগণের ভীরে নিজেকেও একজন কবি হিসেবে আবিষ্কার করলাম। ভেবেছিলাম, ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশে কবির কবিতা হয়তো বা শুধু তার ব্যক্তিগত কল্পনা। পাঠক হয়তো বা কবিতা পাঠে একেবারে রুচিহীন হয়ে পড়েছে। কে পড়বে আমার লেখা ছড়া, কবিতা? তারপর একদিন সাহস করে একটা ছড়া পোস্ট করলাম। প্রায় ১০০ জনের মতো পাঠক পাঠ করেছেন। নিজের মধ্যে অনেক টা ভালো লাগা কাজ করছে। তারপর সময়ানুযায়ী লেখা শুরু করলাম। বর্তমানে আমার লেখা ছড়া, কবিতা প্রায় ১৬০০ থেকে ১৭০০ বার পঠিত হয়। একসময় ৫ হাজার থেকে ১০ হাজার ভিউস হবে বলে আশা করছি। "বাংলা কবিতা" য় লেখা আমার স্বার্থক হয়েছে।
আলোচনাটি ৪০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৯/০৫/২০২৩, ০৪:৩৫ মি: