এ দেশ বিক্রি করতে চাই
দরকার নাই
টাকা কড়ি
চলো জীবন বাজি ধরি।

বুক পেতে দেই করুক গুলি
উড়ুক খুলি
কাঁদুক স্বজন
এমন বীর আছে ক'জন?

জীবন গেলো দেশও গেলো
কি-বা পেলো?
উড়লো খুলি
কতৃপক্ষের ফাঁকা বুলি।

উন্নয়ন আর সংস্কারে
হাড়ে হাড়ে
ভুগছে জাতি
কারা রাজাকারের নাতি?

স্বাধীন দেশের অসৎ শাসক
জীবন নাশক
মুখে জুতা
কিল-ঘুষি আর নাকে গুতা।

এ দেশ কি আর হবে না ভালো?
টাকা কালো
নিজের স্বার্থ
কাজ বিনিময় ঢালো অর্থ।

ধর্মের নামে কর্মের নামে
হলুদ খামে
তেলে-জলে
হাত বদলের পল্টি চলে।

জাতির কাছে প্রশ্ন রে ভাই
জানতে চাই
স্বাধীন কবে?
এ দেশ কি আর ভালো হবে?