আমি মুক্তি চাই
এই বদ্ধ জীবন থেকে।
বদ্ধ জীবন কাউকে কিচু দিতে জানেনা
সুধু জানে নিতে।
আমি মুক্তি চাই
এই বিরহীত জীবন থেকে।
বিরহাতুর জীবন থেকে
মৃত্যু অনেক ভাল।
আমি মুক্তি চাই
এই সমাজ থেকে
সমাজ সুধু আইন গড়তে জানে
পারেনা মানুষের দুঃখ মোচন করতে।
আমি মুক্তি চাই
নিজের ক্রোধ থেকে।
ক্রোধ কখনোই ভাল নয়
কোন মানুষ অথবা জাতীর জন্যে।
আমি মুক্তি চাই
নারী নামক হিংস্র প্রাণী থেকে
এরা খুবই চলনাময়ী
চলনা এদের প্রধান কাজ।