পরিবর্তন
আক্তারুজ্জামান দিপু

তুমি চলে যাওয়ার পর
নিজেকে পরিবর্তন করেছি
পরিবর্তন করেছি আমার পৃথিবী।
যেমনটা তুমি চেয়েছিলে,
অবশ্য তেমনটা নয়।
এখন আমার সন্ধেবেলা
ঘরে ফেরা হয়না।
মাঝে মাঝে
একাকীত্বের ও বন্ধুত্ব হয় আমার।
এখন আমি রাত-বিরাতে
পথে-প্রান্তরে হাঁটি একা একা।
অনেক দিন হলো সকালের সূর্যটা দেখিনা,
কেমন আছে সে?
লাল,নাকি নীল হয়ে গেছে আমার মত।
এখন আর আকাশে দু'টো চাঁদ উকি দেয় না,
মাঝেমাঝে আকাশটা শূন্য পড়ে থাকে।
অনেক দিন হলো জানালা দিয়ে বৃষ্টি দেখিনা
এখন একটু বৃষ্টি হলে ভিজতে শুরু করি।
মাথার উপর আকাশ বলে কিছু আছে মনে হয়না
এখন পুরোটাকেই
ইট-কংক্রিট এর তৈরি বিশাল ছাঁদ বলে মনে হয়।
আগুন নামের ভয়ংকর জিনিশটাকে
এখন আর ভয় পাইনা,
এখন রীতিমতো আগুন নিয়ে খেলা করি।
এখন স্মৃতি শক্তিটা অনেক কমে গেছে
এখন কাছের মানুষদের ছিনতে বড্ড কষ্ট হয়।
আগে যেমন-নীল পদ্ম,লাল পদ্ম নিয়ে দাঁড়িয়ে থাকতাম
অনেক দিন হলো সে পদ্মটা ও ছুঁয়ে দেখিনি।
এখন আর তারা গুনার মত সময় থাকে না
কারন,এখন আমি বড্ড ব্যাস্ত পরিবর্তন নিয়ে।