অজস্র জন্ম থেকে
আমি তোমার নামে কবিতা লিখছি।
ইতি টানতেই মনে পড়ে
কোথাও একটা ভুল হলো
দাঁড়ি,কমা অথবা অন্য কোথাও।
আমি ছিড়েখুঁড়ে পেলি
সে কবিতাটুকু।
আজস্র জন্ম থেকে
আমি তোমার কথা ভাবছি
ভাবতে ভাবতে
যখন ভাবনার ইতিটানব
তখন হটাৎ মনে পড়ে যায়
তোমার মুখের
দাগটার কথা ভাবা হয়নি
আমি তোমার মুখের দাগটার কথা
ভাবতে ভাবতে
আবার ভাবনায় ডুবে যাই।
অজস্র জন্মধরে
আমি তোমার দিকে আসছি
আসতে আসতে
যখন ঠিক তোমার এতটুকু কাছে চলে আসি
তখন হটাৎ মনে পড়ে
ওওওও তোমার জন্য
স্বযত্নে জমিয়ে রাখা
ভালবাসাটুকু ফেলে এসেছি।
আমি আবার পিছু হাঁটতে শুরু করি।
শেষ হয়না তোমার কাছে আসা
লেখা হয়না তোমায় নিয়ে কবিতা
শেষ হয়না তোমায় নিয়ে ভাবনা।