ওগো!আজ তুমি একটু বেশিই বিজি
ইজি হলে একটু স্মরিও।
নতুন সাজে বরণ করবে তোমায়
চিন্তা,শঙ্কা একটুও না আসে যেন;
মনে পুষিবে না কোনো দ্বন্দ্ব,সংশয়।
সদা হবে সংকল্প, দৃঢ়প্রত্যয়।
বিঃস্বাদে ভরে না যেন তোমার অবলা মন
শুধু সাহস আর উচ্চ মনোবল
হোক তোমার পাথেয় কাজে পণ।
এই তো আর মাত্র দিন কয়েক বাকি
আর বেশি হবে না দেরি; অনতিদূর খানি।
অনেক কাজ,অনেক সাজ ,অনেক অনেক লাজ
সব কিছু ঘুঁচে যাবে দেখা হলে আজ।
ভোর হতেই কথা, যখন সূ্য্যি মামা জাগে
তখনও কথা হবে যখন সূর্য যাবে পাটে।
তুমি আজ একটু বেশিই বিজি
আমি একটু ইজি,
বিজি ছিলাম আমি সেদিন
যখন তুমি ছিলে ইজি।
হয় এমনটি ক্ষণে ক্ষণে
হওয়াটা ভালো বটে,
তবে, কোন পক্ষই
যেন কোনো কিছুতে না চটে।