সুযোগ তা জীবনে একবারই আসে
পেলে সুযোগ লুফে নাও তৎক্ষণাৎ
মানুষের আছে কলব পরিবর্তন করে
এই জন্যই কলব তারে বলে।
সুযোগ পেয়ে যারা হাত ছাড়া করে
কাঁদিতে হয় আজীবন ব্যথাতুর মনে।
কষ্ট পেতে হয় না পাওয়ার জন্যে।
তুমি সুযোগ সন্ধানী নও
সকলে তা জানে
ভুল করেছে যে, সে কি বুঝে?
সে কি বুঝে?
সুযোগ পেয়েও যারা আপন মনে
গ্রহণ নাহি করে,
তারাই বরং সুযোগ সন্ধানী
সুযোগের চাতক পাখি বলে।
সুযোগ পেয়েছ কিছু অর্জনের করে নাও।
সুযোগ পেয়েছ ভালো কিছু করার
সুযোগ লুফে নাও।
কথায় বলে," হাত থেকে চলে গেলে
পাবে না খুঁজে সহজে।"
হারিয়ে সুযোগ কেউ ফিরে পেয়েছে
কি কোনো কালে?
"আজ কা কাম কাল পর নাহ ঢাল"।
যথা সময়ে কাজ সময়ে করো
ভাবিতে ভাবিতে যেন না হয় দেরি কারো।
ধৈর্য মহৎ গুণ সত্যি যদি হয়
সুযোগ পেয়েও সদ্ব্যবহার না করিলে
পসতাতে হয়।
জীবনে একবারই পেয়েছ সুযোগ
লুফে নাও,লুফে নাও!!
জেনে রেখ! হারিয়ে গেলে সুযোগ হাত হতে
ফিরে পাবে না,পাবে না
কাঁদলেও সারা জীবনে।
সুযোগ খোদা দিয়েছেন
খেদমত তব বাবা-মার
কর দিন রাত সকাল সুবহি শাম
জান্নাত মিলবে রে জান্নাত
খেদমতে মা বাবার।
# সুযোগের সদ্ব্যবহার#
- এম.এ ফারুক।