স্মৃতিরা আসে,মনে জাগায় আশা
স্মৃতিরা চলে যায়,প্রাণে লাগে দোলা
স্মৃতিরা ভিড় করে কাছের মানুষের নীড়ে
স্মৃতিরা হারিয়ে যায় না কোনো কালে

শুধু রয়ে যায় এক চিলতে শব্দমালা
যা ধ্বনিত হয় প্রতিনিয়ত কর্ণকুহরে
প্রতিটি চলন-চালন, কথা-বার্তা,
আনন্দঘণ মূহুর্তে।

স্মৃতিরা কেন আসে, কেন চলে যায়?
উত্তর নাই, উত্তর নাই, উত্তর জানা নাই।
শুধুই বলি -
"মানুষ যায়, মানুষ আসে,
স্মৃতিরা হাওয়ায় ভাসে।"