ছোট্ট জীবন কাজ বেশি
সময়ের মূল্য দিয়ে কাজ কর বেশি।
জীবনের মূল্য বুঝে কাজ করে যারা
সময়ের মূল্য বুঝে এগিয়ে চলে যারা
তারা হয় প্রাতঃস্মরণীয়, চিরস্মরণীয় তারা।
প্রত্যেকের ওপর আছে তার কর্তা
নিশ্চয়ই জিজ্ঞাসিবেন তাকে তার ওপর কর্তা।
প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে তার অধীনস্তের
কি করেছো তার জন্য
ভাই কিবা স্বজন, আত্নীয় কিবা দূরজন
বাবা কিবা মা কিবা বোন ভগ্নি
খালা কিবা খালাত,চাচা কিবা চাচাত
সবাই সমান।
তাই বলি নেক কাজ করো
থাকতে সময়।