শিউলী তলে শিরিন মেয়ে
মেহেদী রাঙ্গা পায়,
মনের মাঝে রং লেগেছে
ভাবে আকুল হায়।
শিরিন হাসে উজান দেশে
ভাটির দেশের নায়,
মনের মাঝে টনটনাটন
পালকি হেঁটে যায়।
শিরিন মুখে মুচকী হাসি
মাথায় লম্বা চুল,
দেখা মাত্রই ভুলে গেলাম
পছন্দের নেই কুল।
শিউলী ফুলের মালা গেঁথে
শিরিন নামের মেয়ে,
সালাম দিয়ে বরণ করবে
স্নেহের পরশ দিয়ে।