সতত,হে রব,তুমি পর মোর মনে।
সতত তোমারি কথা ভাবি এ হৃদয়ে
সতত (যেমতি লোক নিশার স্বপনে
কয় মায়া মন্ত্রধ্বনি) তব আযানেতে,
জুড়াই এ কান আমি কুরান শ্রবণে।
বহুমন দেখিয়াছি বহু জন দলে
কিন্তু এই ভাবাবেগ মিটে কার স্মরে
মোদের চাওয়াই তুমি দয়াময় হে।
জগতে কি হবে দেখা?যতদিন যাবে
অসহায়,অনাথ জন ভিক্ষারী বেশে
হাউজে কাওসার যে নবিজির করে
বারিরূপ কর তুমি;এ মিনতি গাবে
নাম তার,এ ধরায় মজি প্রেমভাবে
লইছে যে তব নাম শয়নে-স্বপনে।
( কবি মাইকেল মধুসূদন দত্তের "কপোতাক্ষ নদ" অবলম্বনে)।