মোহাররম এলো ঐ আকাশে,
দিগন্ত যেন দূরে কোথাও মিলল বাতাসে।
মুসলিম তব রঞ্জিত হলো কারবালা
তেরোশত বছর পূর্বে
শহিদ হলো হোসাইন।
মাথা নোয়ায়নি কভু বাতিল পানে।
কেন? করবে বলো! মুসলিম যে বীরের জাতি
আর তিনি দৌহিদ্র যে পেয়ারা হাবিব।
ভুল বুঝেছিল ইয়াযিদ
ভুল করল সীমার,
হোসাইনকে শহিদ করল
ইতিহাস হলো অপমান।
তাই বলি,ওহে মুসলিম! মাথা নোয়াবেনা কভু বাতিল সনে।
মুসলিম তুমি বীরের জাত,
ওরা কাপুরুষ,ভীরুর জাত।
সিজদার জায়গাটা শুধু
প্রভুর জন্য,নয় যে অন্য কারো জন্য।
প্রভুই সৃজিলেন বারো মাস
নিষিদ্ধ তার চার মাস
শাওয়াল,যিলকত,যিলহজ্জ
মোহাররম মাস।
বিধান দিলেন বিজ্ঞ,
হলে চলবে না অজ্ঞ,
গণনা কর অারবি তারিখ,
ইংরেজিকেও সঙ্গী কর,
বাংলা নাহি ছাড়ো।
গালি দিয়ো না কোনো সাহাবি
হতে পারে ভুল তাহারো।
মোহাররম দশ তারিখ আসিলেই
তাজিয়া বানিয়ে বুক ফাঁটা
চিৎকারের মানে হয় কি কখনো?