অামাদের এই কওমি মাদ্রাসা
ইলম-অামলে সাজানো বাগান
যেন ফোটা ফুল,মধুকর তার গুণগুণ
অাওয়াজ মধু অন্বেষণ করে।
মধুকর যখন পুস্পমালায়
বার বার ফিরে,
বাগ তার জান্নাতের সুশোভিত হয়ে
স্নেহের পরশ সুধা পানে চক্ষু বন্ধ করে।
মোয়াল্লিম তব গুলে জান্নাহ
ইলম বিতরণ করে,
নিঃস্বার্থ,নির্লোভ মাঝি-মাল্লা
খেয়ার নৌকায় ভিড়ে।
কত মানুষ গত হলো
গেলো পরপার, কে বলতে পারে
জান্নাত কার?
তব খেদমত নবির সুন্নাত
যেন্দায় করি কাজ,
দিন-রাত্র যার শ্রম অবিরাম।
প্রভু! ওহে দয়াময়,খেদমত তব দ্বীনে
রাখিও উলামা-মাশায়েখ সনে
যেন পথ ভুলে নাহি যাই।
ঠিকানা তব মক্কায়
শায়িত হতে চাই পূণ্য ভূমি
জান্নাত বাগ মদিনায়।