মা তুমি রাগ করো না রাগ করো না
অভিমান করো না ক
তুমি রাগলে আমায় ভালো লাগে না ক।
ছোট ছিলাম যখন শিশু কালটির কথা
চুপটি করে বুকে ছিলাম বুঝতে আমার ব্যাথা
মা তুমি রাগ করো না অগ্নিশর্মা কখনো
রাগলে তুমি জীবন আমার হবে চূর্ণবিচূর্ণ।
দোলনায় দোলাতে দোলাতে আর
ঘুমপাড়ানি গানে
সিক্ত হতো প্রাণটা আমার
বুঝিনি ক আগে।
কষ্ট আমার হলে কিঞ্চিত
চক্ষু হতো তোমার সিঞ্চিত ।
অশ্রু আঁখির পড়তো না মাটিতে
তোমার শাড়ির আঁচল থাকিতে।
মাগো বড় হয়েছি
ব্যাথা লাগে দূরে থাকিতে
থাকিতে চাই তোমার নীড়ে
শেষ বয়সে শত ব্যস্ততার ভীড়ে।
মাগো আজ আমি বড় চিন্তিত
শঙ্কিত বিনিন্দ্র
তোমার জন্য দোয়া রব্বির হামহুমা
ফিরদাউস দিয়ো গো প্রভু ইহসানা।