বল,আজ কি বলব তোমায়?
বলার কিছু নাহি রে,
খুঁজছি তোমায় আমার মনো গভীরে।
বলা কথা মুখের ভাষা
বলতে কভু নাহি মানা
মনের ভাষা বলা সেতো
মানুষেরই চোখের খাসা।
শিল্পীরা সব ফুটিয়ে তোলে
নিজ কল্পের আপন রেখা
ভাবতে অবাক লাগে সৃজনশীলতা।
যেখানেই থাকি আমি বাস্তব কিংবা কল্পনাতে
এখন শুধু তুমি আর তুমি।
লাগলে মনো মাঝে বাধা নাহি হয় কিছু
মনের মাঝে মন ছুটে যায় পিছু পিছু।
আদর সোহাগ সবি পাবে
কৃপণতা ছাড়া,
সবার আগে মনে রাখা
আমি কিন্তু কড়া।
মন কেমন তুমি যেমন
ভালো থাকলে তুমি
ভালো থাকবো আমি।